চুয়াডাঙ্গার সন্তোষপুরে দ্রুতগামী সিএনজির ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি(১৮.০৬.২০২০): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুরে দ্রুতগামী সিএনজির ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে। মৃত নারী রতনা খাতুন (২৮) আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেন রোকনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, রতনা খাতুন তার স্বামী ইসমাইল হোসেন রোকনের মোটরসাইকেলে চেপে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় জীবননগর থেকে দ্রুতগামী একটি সিএনজি চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। ওই সময় চলন্ত মোটরসাইকেল থেকে রতনা খাতুন ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর ঘাতক চালক সিএনজি নিয়ে দ্রুত চলে যাওয়ার কারনে আটক করা সম্ভব হয়নি।