করোনা এবং আম্পান মোকাবেলায় আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা এবং আম্পান মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সেনাসদস্য নিরলসভাবে দেশের আর্ত-মানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গতকাল করোনা মোকাবেলায় বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন এলাকায় ত্রান তৎপরতা, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, গণপরিবহণ চলাচল নিয়ন্ত্রণ, সামাজিক দুরুত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহারে উৎসাহিত করাসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি সেনা সদস্যরা প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা বঞ্চিত মানুষদের মাঝে পৌঁছে দিচ্ছেন ফ্রী ভ্রাম্যমান চিকিৎসা সেবা। এছাড়াও যশোর অঞ্চলের রেড জোন চিহ্নিত এলাকাসমূহে নজরদারি বৃদ্ধি এবং লকডাউন কার্যকর করতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে সেনাসদস্যরা। অন্যদিকে আম্পান মোকাবেলায় ত্রাণ তৎপরতা ও ঘরবাড়ী মেরামতে পাশাপাশি বেড়িবাঁধ নির্মানের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। বিশেষ করে পানিবন্দী মানুষদের ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব হতে রক্ষা করতে জরুরী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণসহ অন্যান্য জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।