রামপালে ওয়ার্ল্ডভিশনের আর্থিক সহায়তা প্রদান

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ রামপাল এপিসি’র পক্ষ থেকে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ৩৬০ টি দুস্থ পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে ১০ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ৩৭৩ টি পরিবারকে হাত ধোয়ার ও ২০০ পরিবারের মাঝে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ৪টি ইউনিয়নের এসব পরিবারের মাঝে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ রামপাল এপিসি’র ম্যানেজার প্রশান্ত নাফা জানান, করোনা দুর্যোগ মোকাবেলায় এ উপজেলার ৪টি ইউনিয়নের মানুষের মাঝে আর্থিকসহ বিভিন্ন সহায়তা বেশ আগে থেকেই চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুবিধাভোগী ইউনিয়নগুলো হলো রামপাল সদর, বাঁশতলী, হুড়কা ও রাজনগর। তিনি আরও জানান, আর্থিক সহায়তার পাশাপাশি প্রতি পরিবারের ১ মাসের জন্য ওয়াশিং পাউডার, ব্লিচিং পাউডার, সাবান, মগ, মাস্ক, সেনিটারি প্যাড এবং ৩৭৪ টি পরিবারকে ২০ লিটারের ট্যাবসহ একটি করে বালতি প্রদান করা হয়েছে। করোনা দুর্যোগের উন্নতি না হওয়া পর্যন্ত সেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।