নরেন্দ্রপুরে রাইটস’র মতবিনিময় সভা

0

রুপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ বুধবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে রাইটস যশোরের আয়োজনে পিয়ার লিডারদের সাথে মানব পাচারের শিকার, বাল্যবিয়ে, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিহ্নিতকরণ ও রেফার করা এবং স্বেচ্ছাসেবা ও কোভিড-১৯ এর শিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলীর সভাপতিতে¦ সভায় উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজাহার আলী, প্রোগ্রাম অফিসার আহাম্মদ আলী খান, ডি এফ রুহুর কুদ্দুছ শাকিল, ডি এফ তপন কুমার বিশ্বাস, ইউপি সচিব সিদ্দিক আলী, কার্য সহকারি আলমগীর কবির প্রমুখ। এসময় পিয়ার লিডার এবং বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া তানিয়া খাতুনকে শিক্ষা সহায়তা হিসেবে ২২ হাজার টাকার চেক প্রদান করা হয়।