২৪ ঘণ্টার ব্যবধানে খুমেক হাসপাতালের নার্সিং সুপারভাইজারকে বদলির দু’আদেশ

0

খুলনা ব্যুরো ॥ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সিনিয়র নার্সিং সুপারভাইজার জেসমিন নাহারকে বদলি ও পদায়ন সংক্রান্ত বিষয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে আলাদা দু’টি আদেশ জারি করেছে কর্তৃপ। এর মধ্যে প্রথম আদেশে তাকে খুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়কের দায়িত্ব প্রদান এবং দ্বিতীয় আদেশে তাকে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেয়া হয়েছে। এদিকে, করোনার সংকটকালীন পরিস্থিতিতে সামান্য সময়ের ব্যবধানে এ বদলির আদেশের বিষয়টি নিয়ে সহকর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ধরনের নির্দেশ হয়রানিমূলক এবং এর নেপথ্যে মধ্যস্বত্বভোগী কোনো পরে ইন্ধন রয়েছে বলে মনে করছেন তারা। বুধবার খুমেক হাসপাতালে প্রতিবাদ সভা করে আকস্মিক এ বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার স্বারিত এক আদেশে হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক আসমাতুন নেছাকে অতিরিক্ত সেবা-তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নার্সিং সুপারভাইজার জেসমিন নাহারকে ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়কের দায়িত্ব দেয়া হয়। কিন্তু জেসমিন নাহার দায়িত্ব গ্রহণের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর থেকে মঙ্গলবার তাকে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি আদেশ জারি করা হয়।
অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার স্বারিত পত্রে উল্লেখ করা হয়, বুধবারের (১৭ জুন) মধ্যে তাকে বদলিকৃত স্থানে যোগদান করতে হবে। অন্যথায় তিনি তাৎণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার বলেন, প্রশাসনিক কারণেই এ আদেশ দেয়া হয়েছে। এর বাইরে তিনি কোন কথা বলতে রাজি হননি। এদিকে, জেসমিন নাহারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার খুমেক হাসপাতালে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতা নার্সেস পরিষদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি কল্পনা রানী পাল সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নার্স রোকেয়া খাতুন, গুলশান পারভীন, সুতাপা শিকদার, ঝর্ণা খানম, মাজেদা পারভীন, শামীমা ইয়াসমিন, ফরিদা পারভীন, মমতাজ বেগম, কামনা বৈদ্য, শীলা রানী সরদার, ইব্রাহিম সরদার, বিশ্বজিৎ প্রমুখ। সভায় সিনিয়র নার্স জেবুন্নেছা খানম বলেন, নার্সিং সুপারভাইজার জেসমিন নাহারের বদলি একটি ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসার প্রতিফলন। একই সঙ্গে বদলি আদেশটিকে রহস্যজনক বলেও মন্তব্য করেন স্বাধীনতা নার্সেস পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া এই করোনা মহাবিপর্যয়ের মধ্যে ১০০ কিলোমিটার দূরে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে বদলির সিদ্ধান্তকে অমানবিক বলেও মনে করেন তারা।