চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে সোলায়মান (৫০) করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইয়েলো জোন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, জ্বর-কাঁশি ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন সোলায়মান। এ কারণে গত সোমবার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান হয়। ফলাফল আসার আগেই তিনি অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার রাত পৌনে ১১ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনের ইয়েলো জোন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে। তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন।