চার দিনেও সন্ধান মেলেনি ছাত্রদল নেতা ইব্রাহিমের

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ র‌্যাব পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের সন্ধান পাওয়া যায়নি চার দিনেও। খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ছাত্র নেতা ইব্রাহিম যশোর সদরের নতুনহাট গ্রামের মাহাবুব মোল্লার ছেলে। ঘটনার তিন দিন পর অবশেষে ঝিকরগাছা থানা পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে নিখোঁজ ইব্রাহিম হোসেনের মা নূরজাহান বেগম থানায় গিয়ে এ জিডি করেন। যার নম্বর-৬০৪। এ ব্যাপারে তদন্তকারী অফিসার এস আই সুরোনজিৎ বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইব্রাহিম হোসেন নিখোঁজের বিষয়টি উদঘাটন করা হবে বলেও জানান তিনি। ইব্রাহিম হোসেনের মা নূরজাহান বেগম জানিয়েছেন, গত ১৩ জুন সন্ধ্যায় তাদের বাড়ি সংলগ্ন ঝিকরগাছা উপজেলার লাউজানি বাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য র‌্যাব পরিচয়ে তার ছেলে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেনকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। এ সময় বাজারের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দেয়। তখন স্থানীয়রা পিছিয়ে যায়। সেই থেকে গত ৪ দিনেও তার সন্ধান মেলেনি। ইব্রাহিম নিখোঁজের পর থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপিসহ যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী ইব্রাহিম হোসেনের পরিবারের খোঁজখবর রাখছেন। একই সাথে ইব্রাহিমকে উদ্ধারের জন্য কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি মঙ্গলবার রাতে এ বিষয়ে যশোরের পুলিশ সুপারের সাথে কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত জানান, পুলিশ সুপার ইব্রাহিমকে উদ্ধারের বিষয়ে যথাসাধ্য চেষ্টা করবেন বলে তাকে আশ্বাস দিয়েছেন।