বাগেরহাটে ‘ইসলামিক আর্মি ফোর্স’র সদস্য গ্রেফতার

0

বাগেরহাট সংবাদদাতা ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও আইনবিরোধী বিভ্রান্তিমূলক ভিডিও বক্তব্য পোস্ট করায় বাগেরহাটে মোহাম্মাদ আলী খান (২৩) নামের এক ইসলামিক আর্মি ফোর্স নামে একটি সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। এর আগে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মোরেলগঞ্জ পৌর শহরের উত্তর সরালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোহাম্মাদ আলীকে আটক করে মোরেলগঞ্জ থানা পুলিশ। আটক মোহাম্মাদ আলী খান উত্তর সরালিয়া গ্রামের রাজমিস্ত্রি মো. মনিরুজ্জামানের ছেলে। স্থানীয় মনোয়ারা বেগম ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এস এ ক্যাডেট একাডেমিতে নিরাপত্তা প্রহরী হিসেবে তিনি চাকরি করতেন। পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি লক্ষ্মীপুর জেলার বলগেটে চাকরিরত অবস্থায় ২০১৯ সালের জানুয়ারি মাসে একটি ফরম পূরণের মাধ্যমে মোহাম্মাদ আলী ইসলামিক আর্মি ফোর্সের (আইএএফ) এর সদস্য হন। পরবর্তীতে বিভিন্ন সময় তাদের সাথে মেইল ও ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতেন। ১১ জুন দুপুরে তার বাড়ির পাশের দারুল ইসলাম ট্রাস্ট জামে মসজিদে বসে মুঠোফোনে তার বক্তব্য ধারণ করেন। ফেসবুক ও ইউটিউবে আপলোড করেন। তাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি জিহাদের নামে ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সংগঠনের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করেন। তিনি বাংলাদেশ সরকার এবং বিভিন্ন বাহিনীকে সন্ত্রাসী হামলার হুমকি প্রদানসহ বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, সংহতি, জননিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করেছেন। তার এসব কর্মকান্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখার চেষ্টা করছি বলে জানান তিনি।