ঝিনাইদহে করোনায় আক্রান্তের সংখ্যা ১১৯

0

আসিফ কাজল, ঝিনাইদহ॥ ঝিনাইদহে নতুন করে আরো ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯ জনে। বুধবার (১৭ জুন) ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, বুধবার প্রাপ্ত ১১১টি নমুনা রিপোর্টের মধ্যে ৯৬টি নেগেটিভ ও ১৫টি পজিটিভ এসেছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩ জন, শৈলকুপায় ৪ জন, হরিনাকুন্ডুতে ২ জন, কালীগঞ্জে ৩ জন, কোটচাদপুরে ২ জন ও মহেশপুরে ১ জন। সিভিল সার্জন জানান, যাদের করোনা উপসর্গ দেখা দিচ্ছে তাদের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া, যশোর ও খুলনা মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হচ্ছে। সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩ জন। মারা গেছেন ২ জন। এরা শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলার। তিনি জানান, এ জেলায় এখনও রেড, ইয়োলো বা গ্রিন জোন নির্ধারণ করা হয়নি। তবে স্বাস্থ্য কর্মীরা মাঠে কাজ করে চলেছে। দু-একদিনের মধ্যেই জোন নির্ধারণ করা হবে।