কুষ্টিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৫

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ায় দিনদিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মঙ্গলবার (১৬ জুন) রাত পর্যন্ত জেলার ৬টি উপজেলার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ১৬ জুন সর্বশেষ জেলায় ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৬টি উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে।
এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। এবং বর্তমানে মোট ১৯৯ জন আইসোলেশনে আছেন। এছাড়া, জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ১২ জন। সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম আরও জানান, করোনা সংক্রমণ রোধে জেলার দুইটি পৌর এলাকা এবং তিনটি ইউনিয়ন রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে তা কার্যকর হবে।