প্রেসিডেন্ট আসাদের স্ত্রীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

0

লোকসমাজ ডেস্ক॥ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী এবং দেশটির প্রায় অর্ধশত কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে নতুন করে চাপ প্রয়োগের অংশ হিসেবে এটি করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা আরও বেশি নিষেধাজ্ঞা আশা করছি এবং ততক্ষণ পর্যন্ত আমরা নিবৃত হবো না যতক্ষণ আসাদ ও তার সরকার সিরীয় জনগণের বিরুদ্ধে তাদের অপ্রয়োজনীয় ও নৃশংস যুদ্ধ বন্ধ না করবে।’ নিষেধাজ্ঞার কবলে পড়া অন্যদের মধ্যে রয়েছেন সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ী। অবশ্য এদের অনেকে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছেন। এবারের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, যারা এসব ব্যক্তিদের সঙ্গে কোনো ব্যবসায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হবে।
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় এই প্রথম আসাদের স্ত্রী আসমা আসাদকে অন্তর্ভূক্ত করা হলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এর কারণ হিসেবে জানিয়েছে, আসমা আসাদ হচ্ছেন সিরিয়ার ‘সবচেয়ে কুখ্যাত যুদ্ধ মুনাফাভোগী।’ মাইক পম্পেও বলেছেন, ‘যে কেউ আসাদ সরকারের সঙ্গে ব্যবসা করবে,বিশ্বের যে কোনো স্থানেই থাকুক না কেন তারা সম্ভাব্য ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়বে।’ এমন সময় আসাদ সরকারের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো যখন দেশটির মুদ্রার ৪৪ শতাংশ অবমূল্যায়ণ ঘটেছে। ইতোমধ্যে দরিদ্রতার কবলে পড়া দেশটির ৮০ শতাংশ জনগোষ্ঠীর ওপর এটি বড় আঘাত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।