যশোরে শ্রমিকদের হাতে আরেক শ্রমিক ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মনিহার টায়ারপট্টি এলাকায় শ্রমিক নামধারী সন্ত্রাসীদের ছরিকাঘাতে ইমরান হোসেন (৩৫) নামে এক পিকআপচালক গুরুতর আহত হয়েছেন। ছুরিকাহত ইমরান হোসেন জানিয়েছেন, গতকাল সকাল পৌনে ১০টার দিকে পিকআপ নিয়ে টায়ারপট্টির তালতলায় বসেছিলেন। এ সময় গলির ভেতর ৩/৪ জন শ্রমিক গোলযোগ করছিল। তাদের দিকে নজর দেয়ায় শ্রমিক নামধারী ওই সন্ত্রাসীরা ইমরান হোসেনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ছুরিকাহত ইমরান হোসেন যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের আখের আলী সরদারের পুত্র। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।