অভয়নগরে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজারের পাইকারি তেল ব্যবসায়ী, ইউনিয়ন ট্রেডার্সের মালিক হাজী আনিস উদ্দিন (৬৫) জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার বাড়ি উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মদিনাবাগ এলাকায়। মৃত হাজী আনিস উদ্দিনের ভাইপো মফিজুল আলম জানান, গত ৪-৫ দিন ধরে তিনি জ্বর-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুমেক হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে। এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহম্মেদ ফয়সাল পাভেল জানান, করোনার উপসর্গ নিয়েই হাজী আনিস উদ্দিনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়ে রাতেই তাকে স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।