করোনায় মৃত্যুবরণকারী ১২ জনকে দাফন করেছে ইসলামী ফাউন্ডেশন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ করোনা সনাক্ত হওয়ার পর ঝিনাইদহ জেলায় উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু কারো করোনা রিপোর্ট পজিটিভ আসেনি। জেলার বাইরে নিজাম উদ্দীন ও জয়নুল আবেদীন নামে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তাদের মৃতদেহ ঝিনাইদহে দাফন করা হয়।
এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর লাশ নিয়ে স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দিলে ঝিনাইদহ জেলা প্রশাসন লাশ দাফন করে। ইসলামী ফাউন্ডেশন ঝিনাইদহ সূত্রে জানা গেছে, তারা এ পর্যন্ত ১২ জনকে দাফন করেছেন। তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি ১০ জনের করোনা নেগেটিভ ছিল।
ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, গত ৪ এপ্রিল কোটচাঁদপুরে প্রথম তাদের লাশ দাফনকারী টিম বছির উদ্দীনকে দাফন করেন। এরপর ঝিনাইদহ সদরের সামাদ আলী, নাছিমা খাতুন, জসিম উদ্দীন, কালীগঞ্জের ইসরাইল লস্কার, শুকুর আলী, শৈলকুপার শিপন, জাহিদুল ইসলাম, পারভিন বেগম, ইকরামুল জোয়ারদার, কাজী নিজাম উদ্দীন ও হরিণাকুন্ডুর জয়নুল আবেদনীকে দাফন করে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সার্বিক পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের সহায়তায় এসব লাশ দাফন করে ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি। ইফার সূত্র জানান, লাশ দাফনে অনেক সময় ঠেলাঠেলির শিকার হন। অনেক সময় সমন্বয়ের অভাবে অসহযোগিতা পেয়ে থাকেন তারা।