কালীগঞ্জে অন্যের জমির গাছ কেটে নিলেন প্রভাবশালীরা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামের মিশন হোসেন নামে এক ব্যক্তির জমির গাছ কেটে নিলেন প্রভাবশালীরা। বুধবার সকালে সিংদহ গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গাছ কেটে বিক্রি করে দেন। এ অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ গাছ উদ্ধার এবং রহি মন্ডল নামে একজনকে থানায় নিয়ে আসে। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। মিশন হোসেন অভিযোগ করেন, বুধবার সকাল ৯ টার দিকে জমিতে গিয়ে দেখতে পান তারা গাছ কাটছেন। গাছ কাটতে নিষেধ করা হলেও এলাকার প্রভাবশালী হওয়ায় তারা শোনেননি। এছাড়াও তারা বলেন, আজ গাছ কাটছি, আগামীকাল জমিও দখল করবো। এ সময় তার জমির তিনটি বাবলা গাছ কেটে বিক্রি করে দেন গ্রামের রহি মন্ডল ও ইউনুচ মন্ডল। অভিযোগের পর কালীগঞ্জ থানা পুলিশের এস আই জাকারিয়া হোসেন সত্যতা পেয়ে গাছ উদ্ধার ও একজনকে থানায় নিয়ে আসেন। এরপর দুই পক্ষের মধ্যস্থতায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, থানায় ইউপি সদস্যের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করা হয়। এই জমি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিশন হোসেন জমির মালিকানায় থাকবেন।