বাগেরহাটে পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিটিবি’র কর্মশালা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট পর্যটন শিল্পের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ নির্ণয়ের ল্েয বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রথমবারের মতো জুম এ্যাপস’র মাধ্যমে ১৩০ অংশগ্রহণকারী নিয়ে ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও বিটিবি’র চেয়ারম্যান মহিবুল হক। বিশেষ অতিথি ছিলেন বিটিবি’র সিইও জাবেদ আহম্মেদ ও বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। কর্মশালায় বাগেরহাট জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের জেলা প্রধানগণ, বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান, সাংবাদিক আহাদ উদ্দিন হায়দারসহ সুশীল সমাজের প্রতিনিধি, পর্যটন সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের পেশাজীবী, স্টেকহোল্ডার, নারীনেত্রী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বাগেরহাটের দুটি বিশ্ব ঐতিহ্যের জন্য (সুন্দরবন ও ষাটগম্বুজ) পর্যটন শিল্পের বিদ্যমান সমস্যা, আগামীর সম্ভাবনা ও সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন বিষয়ে করণীয় তুলে ধরেন। মুক্ত আলোচনা পর্বে আলোচকরা সুনির্দিষ্টভাবে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন বিটিবি’র পরিচালক আবু তাহির মোহম্মদ জাবেদ।