ঝিকরগাছায় ২৪ ঘন্টায় ৬ ব্যক্তির মৃত্যুযু

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় গত ২৪ ঘন্টায় ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার রাজাপুর গ্রামের আবুল গাজীর ছেলে হাবিল গাজী (৬০), বর্ণি গ্রামের সুরোত আলীর ছেলে ফারুক হোসেন (৪০), হারেজালী গ্রামের মৃত গোহর আলীর ছেলে আসমত আলী (৫০), পুরান্দরপুর গ্রামের মৃত-ফকির ধোপার ছেলে হামিদুর রহমান (৫৫), রাজাপুর গ্রামের আলফাজের ছেলে নুর ইসলাম খোকা (৫৫) ও ঋষিপাড়ার মৃতঃ রশিক লালের ছেলে নারায়ন (৫৫)। গুরুতর অসুস্থ নাম প্রকাশে অনিচ্ছক একজন জানিয়েছেন, সোমবার সকালে পুরানন্দরপুর গ্রামের জলিল সর্দারের ছেলে মিন্টুর নিকট থেকে ওই মদ কিনে খোকা, নারায়ন ও হামিদুরের সাথে তিনিও খেয়েছিলেন। কিন্তু তিনি কম খেয়ে ফিরে আসলেও খোকা, নারায়ন ও হামিদুর সেখানে বসে ছিলেন। বাড়িতে ফিরে কিছুক্ষনের মধ্যে তিনিসহ সকলেই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খোকা, হামিদুর ও নারায়ন ওই দিনই মারা যায়। সোমবার গভীর রাতে খোকা, হামিদুর ও নারায়নকে দাফন করা হয়। এর একদিন পর মঙ্গলবার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় হাবিল গাজী, ফারুক হোসেন ও আচমত আলী মারাযায়। মৃত ব্যক্তিদের সকলকে হসপিটাল থেকে হৃদরোগে মারাগেছে বলে ছাড়পত্রে উল্লেখ করা হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় এত মানুষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাউর রহমান, সেকেন্ড অফিসার এসআই দেবব্রত দাসসহ স্থানীয় সংবাদকর্মীরা সরেজমিনে গেলে সকলেই হৃদরোগে মারা গেছে বলে তাদের পরিবার ও হসপিটালের ছাড়পত্রে দেখা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।