আনসার বাহিনীর ৪৮৩ জন করোনায় আক্রান্ত

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ জন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের মোট ৪৮৩ জন সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তের মধ্যে কর্মকর্তা ৫ জন, ব্যাটালিয়ন আনসার ১৪১ জন, সাধারণ আনসার ৩২৬ জন, কর্মচারী ২ জন, নারী আনসার ৩ জন, ভিডিপি সদস্য ২ জন, বিশেষ আনসার ৩ জন এবং উপজেলা প্রশিক্ষিকা ১ জন রয়েছেন।
আনসার সূত্র জানায়, এ বাহিনীর মোট ৩০৩ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার প্রায় ৬৩ শতাংশ। সুস্থদের মধ্যে কর্মকর্তা ২ জন, ব্যাটালিয়ন আনসার ৮৩ জন, সাধারণ আনসার ২০৯ জন, কর্মচারী ২ জন, নারী আনসার ২ জন, ভিডিপি সদস্য ১ জন, উপজেলা আনসার কমান্ডার ১ জন এবং বিশেষ আনসার ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন থানা, ক্যাম্প ও হোটেলে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৪ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ জন সদস্য। ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত সদস্য ১২৫ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ বাহিনীর তিন জন সদস্য প্রাণ দিয়েছেন। গত ১১ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মজিদ নামে একজন সদস্য মৃত্যুবরণ করেন। আব্দুল মজিদ পিসি অঙ্গীভূত আনসার (আইডি নং-১৩১৮৯), তার বাড়ি বগুড়ায়। মৃত্যুর আগে তিনি গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন।