এক বছর বেতন ছাড়া কাজ করার পর চাকরি হারাচ্ছেন ২১১ কর্মী

0

খুলনা প্রতিনিধি॥ খুলনা সিভিল সার্জন অফিসের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ২১১ জন কর্মচারী গত এক বছর ধরে বেতন পাননি। এই বকেয়া বেতন পাওয়া নিয়ে কোনও নিশ্চয়তা নেই এখনও। তবে ১ জুলাই থেকে তাদের অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ১ জুলাই থেকে তাদের অব্যাহতি কার্যকর হবে বলে খুলনা সিভিল সার্জন অফিস থেকে চিঠি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ ১৫ জুন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে পত্র দিয়ে ২১১ জন আউটসোর্সিং কর্মচারীর চাকরির মেয়াদ বৃদ্ধি না করার কথা জানিয়েছেন। ঠিকাদার বলছেন, তাদের বেতনের জন্য ইতোমধ্যে হিসাব অফিসে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই বেতন দেওয়া সম্ভব হবে। সিভিল সার্জন স্বাক্ষরিত পত্রে বলা হয়, ফুলতলা উপজেলার দামোদরের মেসার্স তাকবীর এন্টারপ্রাইজকে দেওয়া ২০১৯-২০ অর্থ বছরের জন্য আউটসোর্সিং জনবল সরবরাহের কার্যাদেশ ৩০ জুন শেষ হচ্ছে। তাই চতুর্থ শ্রেণি (আউটসোর্সিং) পদে সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের ২১১ জনবলকে ৩০ জুন হতে কাজ করার অনুমতি প্রত্যাহারসহ অব্যাহতি দেওয়া হলো। খুলনা সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী মিন্টু বলেন, ‘করোনা সংক্রমণের মধ্যেও আমরা বেতন না পেয়ে কাজ করছি। এখনও বেতন পাইনি। বেতন না দিয়ে আমাদের অব্যহতির চিঠি দেওয়া হচ্ছে। এটা অমানবিক। আমরা প্রয়োজনে আদালতে যাব। আমাদের কাউকে চাকরি থেকে অব্যহতি দেওয়া যাবে না।’