সামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম আমেনা খাতুন (৩৮)। মঙ্গলবার (১৬ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমেনা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা। মৃতের ভাই আমজাদ হোসেন জানান, তার বোনের দীর্ঘদিন থেকে জ্বর ও শরীরে রক্তশূন্যতা ছিল। গ্রাম্য ডাক্তারের পরামর্শে তাকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ার তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান ডা. মনতোষ কুমার জানান, আমেনা খাতুন জ্বর ও মারাত্মক রক্তশূন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।