করোনা হাসপাতালে আরও এক রোগীর মৃত্যু

0

খুলনা প্রতিনিধি॥ খুলনার করোনা হাসপাতালে মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে আরও একজন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। তার নাম রাজিব হাজরা (৩৯)। এনিয়ে খুলনা জেলায় ৯ জনের মৃত্যু হল। এছাড়াও মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ৪৪৫ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৮১ জন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের মুখপাত্র ডা. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজিবকে পজিটিভ অবস্থায় ১৪ জুন ১টা ৫৫ মিনিটে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মহানগরীর বড় মির্জাপুর এলাকার শেখর হাজরার ছেলে।