ইংল্যান্ড সফরের জন্য সবুজ সংকেত দিয়েছেন ইমরান খান

0

লোকসমাজ ডেস্ক॥ আসন্ন জুলাই-আগস্টে ইংল্যান্ডের মাটিতে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। সে জন্য ইতিমধ্যে স্কোয়াডও গুছিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশের মাটিতে করোনাভাইরাসের জন্য অনুশীলন করতে না পারায়; ইংল্যান্ডে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাওয়ার পরিকল্পনাও করছিল পিসিবি। কিন্তু সবকিছু যেন থমকে ছিল সরকারের পক্ষ থেকে কোনো বার্তা না আসায়। অবশেষে সেখান থেকেও মিললো সবুজ সংকেত। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও দেশটির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে পিসিবিকে।
ইসলামাবাদে পিসিবি’র চেয়ারম্যান এহসান মানি’র সঙ্গে এক বৈঠকে সফরটি করার বিষয়ে গ্রিণ সিগন্যাল দেন ইমরান খান। পিসিবি’র একটি সূত্র দেশটির সংবাদ মাধ্যমে এমন তথ্য দেন। যেখানে তিনি বলেন, ‘যেহেতু মানুষ এখন ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলা দেখতে চায়, তাই আমাদের প্রধানমন্ত্রী এহসান মানিকে (পিসিবি চেয়ারম্যান) বলেছেন জাতীয় দলের ইংল্যান্ড সফরে যাওয়া উচিত। এতে করোনা সংকট ছাপিয়ে খেলাধুলা শুরু করার পথ হবে।’ ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এজন্য সবমিলিয়ে ২৯ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে পিসিবি। এছাড়াও কোচ এবং স্টাফ মিলিয়ে দলের সঙ্গে যাবেন আরও ১৪ জন। ৪৩ জনের এই দল কবে, কখন দেশ ছাড়বে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি পিসিবি। তবে ইংল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইনে থাকার পাশাপাশি অনুশীলন করতে হবে বলে জুলাইয়ের প্রথম সপ্তাহে উড়াল দিতে পারে তারা এমন কথা চলছে।