ব্যালন ডি’অর নিয়ে ভাবেন না লেভানদোভস্কি

0

লোকসমাজ ডেস্ক॥ জার্মান বুন্দেসলিগায় শিরোপা নিশ্চিত করার লড়াইয়ে আজ রাতে ওয়ের্ডার ব্রেমেনের মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে বায়ার্নের দুর্দান্ত গতিতে ছুটে চলার পেছনে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা পালন করেছে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ গোল করা লেভানদোভস্কিকে নিয়ে তাই স্বাভাবিকভাবে চলে এসেছে ব্যালন ডি’অরের আলোচনা।
তবে এসব নিয়ে নাকি তেমন ভাবেনই না লেভানদোভস্কি। বরং ফুটবলে যেকোনো কিছুই সম্ভব বলে মনে করেন তিনি।। ফ্রেঞ্চ ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে পোলিশ স্ট্রাইকার জানান, নিজের সেরাটা দিয়ে গোল করা এবং দলকে শিরোপা জেতানোই তাঁর মূল লক্ষ্য। লেভানদোভস্কি বলেন, ‘গত ডিসেম্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি ছিলাম। আমি যা চেষ্টা করি তা হলো, নিজের সেরাটা খেলা, শিরোপা জেতা এবং আরও গোল করা। আর ব্যালন ডি’অর এমন কিছু, যা দলীয় শিরোপা জেতা ছাড়া সম্ভব না। তাই এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ব্যালন ডি’অর নিয়ে আমি ভাবিও না। তবে আমি বিশ্বাস করি, সবকিছুই সম্ভব।’ ব্যালন ডি’অরের তালিকায় কখনো সেরা তিনেও জায়গা করে নিতে পারেননি লেভানদোভস্কি। মর্যাদাপূর্ণ এই লড়াইয়ে পোলিশ স্ট্রাইকারের সর্বোচ্চ প্রাপ্তি চতুর্থ হওয়া, ২০১৫ সালে। তবে এবার দারুণ সুযোগ আছে তাঁর সামনে। বুন্দেসলিগার শিরোপার লড়াইয়ের পাশাপাশি, জার্মান কাপের ফাইনালেও উঠেছে দলটি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠার লড়াইয়ে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে চেলসির মাঠে ৩-০ গোলে জিতেছিল তারা।