চলমান করোনা পরিস্থিতি ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩ নং ওয়াডর্কে রেড জোন ঘোষনা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ অধিক ঝুকিপূর্ণ হওয়ায় ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডকে লাল জোন ঘোষনা করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ ও সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন স্বাক্ষরিত গণবিজ্ঞপির মাধ্যমে এই ঘোষনা দিয়েছেন। গণবিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে, বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর চতুর্থ পর্যায়ে থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী সংক্রমন প্রতিরোধের তালিকা মোতাবেক ঝিকরগাছাবাজারস্থ পৌরসভার কৃষ্ণনগর গ্রামের ২ ও ৩ নং ওয়ার্ডকে অদ্য ১৬ জুন মঙ্গলবার থেকে রেড জোন ঘোষনা করেছেন। এই আদেশ জারী থাকা পর্যন্ত বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাহির হতে পারবে না। রিক্সা, ভ্যান, সিএনজি, ট্যাক্সি বা নিজেস্ব গাড়ী চলাচল করতে পারবে না। এই জোনের অর্ন্তগত রেষ্টুরেন্ট ও খাবার দোকানে কেবলমাত্র হোম ডেলিভারী সার্ভিস চালু থাকবে। মসজিদ/মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে শুধুমাত্র প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করতে পারবেন। এছাড়া এ জোনে কোন ধরনের জনসমাবেশ করা যাবেনা। জরুরী প্রয়োজনে মাক্স বাধ্যতামুলক হতে হবে। এই জোনে নিত্যপ্রয়োজনীয় ও সকল প্রতিষ্ঠান বেলা ২টা পর্যন্ত খোলা থাকবে এবং ইতিমধ্যে উক্ত ২টি ওয়ার্ডে লাল জোন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষথেকে প্রচার-প্রচারনাসহ জনসমাগম এড়াতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার জানিয়েছেন।