যশোরে গৃহবধূ মনিয়াকে হত্যায় মামলা একজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর রাজারহাটে মনিয়া বেগম নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় গত রোববার কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের মা নাসিমা বেগম জামাই সুমন মোল্যাসহ ৩ জনকে আসামি করে মামলাটি করেছেন। পুলিশ এ মামলার এজাহারভুক্ত আসামি মনিরুজ্জামানকে আটকের পর ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার আদালতে সোপর্দ করেছে। আটক মনিরুজ্জামান ঝালকাঠির রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত মতিয়ার রহমান মোল্যার ছেলে। বাদী নাসিমা বেগম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী। তিনি অভিযোগ করেছেন, তার মেয়ে মুনিয়াকে ২০১৯ সালের আগস্ট মাসে পারিবারিকভাবে সুমন মোল্যার সাথে বিয়ে দেয়া হয়। সুমন মোল্যা ঝালকাঠির রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তবে সুমন তার আত্মীয় সুখি বেগম ও ভগ্নিপতি মনিরুজ্জামানের সাথে যশোর শহরতলীর রাজারহাটের মোল্যাপাড়ায় জনৈক মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। বিয়ের পর জামাই সুমনকে তিনি মোটরসাইকেল কেনার জন্য এক লাখ ১৫ হাজার টাকা দিয়েছেন। কিন্তু বিয়ের দুই মাস পর গত ১১ অক্টোবর রাত ৯টার দিকে সুমনের এক আত্মীয় মোতালেব তাকে (বাদী) মোবাইল ফোনে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মেয়ে মনিয়া মারা গেছেন। পরদিন ভোর সাড়ে ৪টার দিকে তড়িঘড়ি করে মনিয়াকে দাফনের চেষ্টা করা হয়। এ সময় সন্দেহ হওয়ায় নাসিমা মেয়ের লাশ দাফনে তাদের বাধা দেন। ফলে ১২ অক্টোবর লাশের ময়না তদন্ত করানো হয়। সম্প্রতি ময়না তদন্তের রিপোর্ট আসে। রিপোর্টে মনিয়াকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। এরই প্রেক্ষিতে তিনি (নাসিমা) তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। আসামিরা হলেন-মনিয়ার স্বামী সুমন, ভগ্নিপতি মনিরুজ্জামান ও আত্মীয় সুখি বেগম।