ছাত্রদল নেতার নিখোঁজ ঘটনায় অভিযোগ নিতে তালবাহনা ঝিকরগাছা পুলিশের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছায় বন্ধুসহ ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেনকে ‘র‌্যাব পরিচয়ে’ তুলে নিয়ে যাওয়া হলেও এখনো পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এ ঘটনায় ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেনের পরিবারের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় অভিযোগ করতে গেলে তা গ্রহণে তালবাহনা শুরু করেছে পুলিশ। ফলে পুলিশের এহেন ভূমিকায় ছাত্রদল নেতার স্বজনদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
নিখোঁজ ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেনের ভাই মো. আব্দুল্লাহ জানান, তার ভাই নিখোঁজ হওয়ার ঘটনায় গত রোববার বিকেলে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু সন্ধ্যায় কোতয়ালি থানা পুলিশের এসআই জিয়াউর রহমান তাদের বাসায় গিয়ে এ বিষয়ে জানতে চান। ইব্রাহিম হোসেন ও তার বন্ধুকে লাউজানি থেকে তুলে নিয়ে যাওয়ার পর তারা নিখোঁজ হয়েছেন এ বিষয়টি জানতে পেরে পুলিশের ওই কর্মকর্তা তাদের ঝিকরগাছা থানায় অভিযোগ করার জন্য পরামর্শ। এরপর রাতে তারা ঝিকরগাছা থানায় অভিযোগ করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের বলে, ‘এখনো ২৪ ঘন্টা পার হয়নি। ২৪ ঘন্টা দেখুন। পরে খোঁজ নিয়ে অভিযোগ করতে আসুন।’ পুলিশের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে তারা ঝিকরগাছা থানায় যান। এ সময় ডিউটি অফিসার আশরাফুজ্জামান তার ভাইয়ের আইডি কার্ডের ফটোকপি এবং তিনজন সাক্ষীর নাম ও মোবাইল ফোন নম্বর উল্লেখ করে অভিযোগ করতে বলেন। তার কথামতো বিকেলে অভিযোগ জানতে গেলে ডিউটি অফিসার আশরাফুজ্জামান তা গ্রহণ করেননি। ওসি নেই এমন অজুহাত দেখিয়ে তিনি মঙ্গলবার ফের তাদেরকে থানায় আসতে বলেন। উল্লেখ্য, নিখোঁজ ইব্রাহিম হোসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। গত ১৩ জুন শনিবার রাত আটটার দিকে ঝিকরগাছা উপজেলার লাউজানি থেকে র‌্যাব পরিচয়ে তাকে ও তার এক বন্ধুকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তারা নিখোঁজ রয়েছেন।