উপকূলীয় এলাকাকে দুর্যোগপ্রবণ ঘোষণার দাবিতে সাতক্ষীরা নাগরিক কমিটির মানববন্ধন

0

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা ॥ ঝড়-জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, লবণাক্ততা ও জলাবদ্ধতায় বিপন্ন সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকার মানুষকে রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেনর জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম।
মানববন্ধনের বক্তারা বলেন, ঝড়-জলোচ্ছ্বাস ছাড়াও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার মানুষ নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া, লবণাক্ততা বৃদ্ধি এবং জলাবদ্ধতা সমস্যার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে। মানববন্ধন থেকে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা, এলাকার উন্নয়নে পৃথক অথরিটি গঠন এবং সেই অথরিটিকে পর্যাপ্ত বরাদ্দসহ বিভিন্ন দাবি-দাওয়া পেশ করা হয় এবং দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, মমতাজ আহমেদ বাপী, অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, ওবায়দুস সুলতান বাবলু, সুধাংশু শেখর সরকার, আবুল হোসেন, আব্দুল বারী, এম কামরুজ্জামান, অ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ, অ্যাড. আল মাহামুদ প্রমুখ।