হালখাতায় সাড়া মেলেনি চৌগাছায়

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় মহামারি করোনাভাইরাস আর আম্পানের তান্ডবে মানুষ যখন দিশেহারা, ঠিক সেই সময়ে ধুম পড়েছে হালখাতার। গতকাল সোমবার ছিল চৌগাছার সাপ্তাহিক হাটের দিন। এদিন বাজারের বিভিন্ন ধরনের অন্তত ৫০ শতাংশ ব্যবসায়ী একযোগে হালখাতা করেছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত স্বল্প পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং বিকেল চারটার মধ্যে দোকান বন্ধ করার ঘোষনা থাকায় বেশ বিপাকে পড়েন ওই ব্যবসায়ীরা। এই নিষেধাজ্ঞার কারণে অর্ধেক মানুষও হালখাতা করতে আসেনি বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। মেইন বাসস্ট্যান্ডের ইলেকট্রনিকক্স ব্যবসায়ী জহুরুল ইসলাম লতা জানান, তিনি বর্তমান পরিস্থিতিতে হালখাতা করার পক্ষে ছিলেন না। কিন্তু তার মহাজন চিঠি দেয়ায় তিনি বাধ্য হয়েছেন হালখাতা করতে। তবে যে পরিমান বকেয়া রয়েছে তার চার ভাগের এক ভাগও টাকা উঠেনি এই হাল খাতায়। একই অবস্থা বাজারের অন্য ব্যবসায়ীদেরও। তাদের অনেক মিষ্টিসহ খাবার নষ্ট হয়েছে। করোনাভাইরাস ও আম্পানের তান্ডবের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই বাজারের সকল ব্যবসায়ী এবং ওই সকল ব্যবসায়ীদের মহাজনদের এই মৌসুমে হালখাতা না করাটাই ভাল ছিল বলে মন্তব্য করেন অনেকে।