কেশবপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড রেড জোন ঘোষণা : এলাকা লকডাউন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে যশোরের সিভিল সার্জনের কার্যালয়ে এক জরুরি সভায় কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ড এর কেশবপুর ও ভোগতি-নরেন্দ্রপুর (পূর্বাংশ) এলাকা রেড জোনের আওতায় আনা হয়। উপজেলা প্রশাসনের প থেকে রেড জোন এলাকায় লকডাউন ঘোষণা করে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, গত ১৪ দিনে পৌরসভার ১নং ওয়ার্ডে ডাক্তার দ¤পতিসহ ৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় এলাকাটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় যশোর সিভিল সার্জনের কার্যালয়ের সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর সভার এ ওয়ার্ডটিতে রয়েছে কেশবপুর সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়, কেশবপুর প্রেস কাব, কেশবপুর পশু হাসপাতাল সাব রেজিস্ট্রারের কার্যারয়, দলিল লেখক অফিস, ৫টি কিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়।