ঝিকরগাছায় আরও দুজন করোনা শনাক্ত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় সোমবার নতুন করে আরও দুজনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এরা হলেন, ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর ৩নং ওয়ার্ডের বাসিন্দা জহুরী বিশ্বর ছেলে চন্ডি বিশ্বাস (৪১) ও ঝিকরগাছা সদরের জয়কৃষ্ণপুর গ্রামের ওমর আলীর ছেলে (ঢাকার গার্মেন্টসকর্মী) বিল্লাল হোসেন (৪০)। এছাড়া গত ১১, ১২ ও ১৩ জুন করোনা পজিটিভ হওয়া ৪ জন নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এর আগে ঝিকরগাছা আক্রান্ত ১১জন হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশিদুল আলম জানিয়েছেন।