দেশে একদিনে করোনায় ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৯৯

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৬১৯ জন। গতকাল সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার ৮টা নাগাদ ১৫ হাজার ৩৮টি নমুনা পরীা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৬১৯ জন। অধ্যাপক সুলতানা বলেন, চব্বিশ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৯ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ নিহত ৩৮ জনের মধ্যে পুরুষ ৩২ জন। ব্রিফিংয়ে আর জানানো হয়, এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ২৭ জন। শনাক্তের বিপরীতে সুস্থ হওয়ার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ। সুস্থ হওয়ার নতুন পরিসংখ্যানে বাসায় চিকিৎসা নিয়ে যারা সুস্থ হয়েছেন এবং যেসব রোগী উপসর্গহীন থেকে সুস্থ হয়েছেন তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা জানান।