গাংনীতে দুবাই ফেরত ব্যক্তির করোনা শনাক্ত

0

মেহেরপুর সংবাদদাতা॥ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের এক দুবাই ফেরত ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৪ জুন) নমুনা পরীক্ষায় তিনি কোভিড-১৯ পজিটিভ হন। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম। তিনি জানান, গেল ৬ জুন দুবাই থেকে ৪০ বছর বয়সি ওই ব্যক্তি বাড়ি ফেরেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে বাড়িতে সঙ্গরোধ (কোয়ারেন্টান) করতে বলা হয়। ১২ জুন তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষায় তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। বর্তমানে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির পরিবারে ১৩ জন সদস্য রয়েছেন। এদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। করোনা আক্রান্ত এই ব্যক্তি নিয়ে জেলায় এ পর্যন্ত ক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।