ঝিকরগাছায় করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু ইউএনও’র নির্দেশে দাফন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় করোনা উপসর্গ নিয়ে রাবেয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফারাসাতপুর গ্রামের শমছের আলীর স্ত্রী। নিহতের ভাগ্নে খাঁন মোহাম্মদ রাজা জানিয়েছেন, তার খালা রাবেয়া বেগম রোববার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়। কিন্তু করোনা উপসর্গ ভেবে বেসরকারী হাসপাতাল গুলো তার পরীক্ষা-নিরীক্ষা করেনি। পরবর্তীতে ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ রাবেয়া বেগমকে খুলনা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। কিন্তু সামার্থ না থাকায় পরিবারের লোকজন রাবেয়া বেগমকে খুলনায় না নিয়ে বাড়িতে নিয়ে আসে। সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। কিন্তু করোনা ভেবে পরিবারসহ, স্থানীয়রা লাশ দাফন করতে ভয় পাচ্ছিল। সে কারনে পরিবারের পক্ষ থেকে লাশ দাফনের জন্য স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনও লাশ দাফনে অপারগতা প্রকাশ করলে যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম মনিরের মাধ্যেমে যশোরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লাশ দাফন করতে আসতে রাজি হয়। তবে রাবেয়া খাতুনের পূর্ব থেকে করোনা লক্ষন না থাকায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের নির্দেশে সোমবার দুপুরে স্থানীয়া লাশ দাফন করে।