ফেনসিডিলসহ যুবক আটক মহেশপুরে

0

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর থেকে ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম শনিবার দুপুর একটার দিকে শ্যামনগর গ্রামের শাহজাহান আলীর ছেলে খায়রুল ইসলামের (৩৫) বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে খায়রুল ইসলামকে আটক করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২১ বোতল ফেনসিডিল। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।