দত্তনগর-জিন্নাহনগর রাস্তার বেহাল দশা

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর থেকে জিন্নাহনগর ২৫ কিলোমিটার রাস্তা চলাচলে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রায় একযুগ ধরে রাস্তার কোন কাজ না হওয়ায় এ বছর বর্ষায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়ে জনসাধারণ বিভিন্ন সময় আবেদন, অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি। এলাকাবাসী জানায়, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ তিন বছর আগে রাস্তার কাজের উদ্বোধন করলেও তা আজও শুরু হয়নি। এদিকে কাজ শুরু না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। কলেজের অধ্যক্ষ আব্দুল হাই জানান, গত তিন বছর আগে রাস্তার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ অবধি কাজ শুরুই হলো না। স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, রাস্তার কাজের টেন্ডার হয়ে গেছে। বর্ষার আগেই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি।