ডুমুরিয়ায় দলিত’র উদ্যোগে সুরক্ষা সামগ্রী, বীজ ও নগদ টাকা বিতরণ

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় ‘দলিত’ এর উদ্যোগে সুরক্ষা সামগ্রী বীজ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এদিন আটলিয়া ইউনিয়নের মালতিয়া দাসপাড়া, নরনিয়া, চুকনগর জেলেপাড়া, বরাতিয়া দাসপাড়া, চুকনগর গুচ্ছগ্রাম ও পুটিমারি দাস পাড়ায় ২৯১টি পরিবারের মধ্যে হাইজিন কিটস্ (ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, স্যানিট্যারি ন্যাপকিন, বীজ, করোনাভাইরাসেরর লক্ষণ ও প্রতিরোধের তথ্য সংক্রান্ত লিফলেট) এবং প্রত্যেক পরিবারের জন্য ১২’শ টাকা বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুটিমারি দাসপাড়া মিশনের এস এক্স ফাদার রকি গোমেজ, দলিত’র হেল্থ এন্ড লাইভলিহুড কর্মসূচি প্রধান নিতাই চন্দ্র দাস, টিপসি প্রকল্প ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম, কৃষ্ণপদ দাস, শুধাংশু মার্টিন দাস, পবিত্র দাস, লিটন মৃধা, প্রোগ্রাম অর্গানাইজার গোবিন্দচন্দ্র দাস প্রমুখ।