বাঘারপাড়ায় ছেলের কবরের পাশেই সমাহিত হলেন সাংবাদিক নান্নু

0

স্টাফ রিপোর্টার ॥ ছেলের কবরের পাশেই চিরনিন্দ্রায় শায়িত হলেন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুকে। শনিবার রাতে যশোরের বাঘারপাড়ার ভাঙ্গুড়া গ্রামে তাঁর একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াসের কবরে তাঁর দাফন সম্পন্ন হয়। দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু গত বৃহস্পতিবার রাজধানীর বাড্ডার আফতাব নগরের নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হন। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোয়াজ্জেম হোসেন নান্নুর ভগ্নিপতি আসলাম হোসেন ফকির জানান, পরিবারের সবার সম্মতিতে শনিবার এশার নামাজের পর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামে তাঁর একমাত্র ছেলে পিয়াসের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
এর আগে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর মরদেহ রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে একটি অ্যাম্বুলেন্সে বাঘারপাড়া উপজেলায় তার শ্বশুরবাড়ি ভাঙ্গুড়া গ্রামে আনা হয়। রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক নান্নুর মরদেহ তার শ্বশুরবাড়িতে এসে পৌঁছলে এলাকার শ শ মানুষ তাকে একনজর দেখার জন্য ভিড় করে। অন্যদিকে একমাত্র সন্তান ও স্বামীকে হারিয়ে মোয়াজ্জেম হোসেন নান্নুর স্ত্রী শাহীনা হোসেন পল্লবী, নান্নুর ভাইবোনসহ আত্মীয়স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। তার শ্বশুর বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কওছার পারভেজের পারিবারিক কবরস্থানে নান্নুর একমাত্র ছেলে পিয়াসের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানান।