চার দফা দাবিতে মাইক-লাইট মালিক-শ্রমিকদের স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রমণে কর্মহীন যশোরের মাইক-লাইট মালিক-শ্রমিকরা প্রণোদনা প্রদানসহ চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মালিক সমিতির সভাপতি গোপাল চন্দ্র, সাধারণ সম্পাদক মিঠু হোসেন এবং শ্রমিক সমিতির সভাপতি হিরা হোসেন ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চার দফা দাবির মধ্যে রয়েছে- মাইক ও লাইট ব্যবসা টিকিয়ে রাখার জন্যে মালিকগণকে বিনা সুদে ৩০০ কোটি টাকা প্রণোদনা প্রদান। যা করোনা সংকট নিরসনের দু’বছরের মধ্যে পরিশোধ করা হবে।
মানবিক কারণে ও দুর্দশা লাঘবে ঈদের পূর্বে মাইক, লাইট শিল্পের শ্রমিকদের আইডি কার্ডের ভিত্তিতে রেশন কার্ড প্রদান, সংকট উত্তরণ না হওয়া পর্যন্ত মাইক ও লাইট ব্যবসায়ীদের দোকান ও গুদাম ঘারের ভাড়া মওকুফ এবং শারীরিক দূরত্ব মেনে সীমিত পরিসরে সকল অনুষ্ঠান করার অনুমতি প্রদান।