মাস্ক করোনা সংক্রমণের ঝুঁকি কমায়

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে আবারও মাস্ক পরার ওপর গুরুত্ব দিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।রোববার (১৪ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি জানান, সংক্রমণের শুরু থেকে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিয়ত বলে যাচ্ছে, মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজকে প্রায় সব পত্রিকায় এ বিষয়ে গবেষণার খবর এসেছে, মাস্ক করোনা সংক্রমণের ঝুঁকি কমায়। অনেক দেশে শতভাগ মানুষ মাস্ক পরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করে নিয়েছে। যার যার অবস্থান থেকে শতভাগ মাস্ক পরার নিশ্চিত করার আহ্বান জানান নাসিমা সুলতানা।সব স্বেচ্ছাসেবী সংগঠন, উন্নয়ন সহযোগী, জনপ্রতিনিধি, বৃত্তশালী প্রতি অনুরোধ জানিয়ে নাসিমা সুলতানা বলেন, দেশের সব মানুষের কাছে কমপক্ষে দুইটি পুনব্যবহারযোগ্য মাস্ক পৌঁছে দিন। মাস্ক পড়তে উদ্ধুদ্ধ করুন। সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলুন।
এদিকে দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১১৭১ জনে।
এ সময়ে নতুন করে আরও তিন হাজার ১৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৭ হাজার ৫২০ জনে।