শার্শায় ৪শ’ বোতলফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার শিকারপুর সীমান্তে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৪শ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা পিএসসি জানান, শিকার সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান পাচার হয়ে যশোরে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে নারকেলবাড়িয়া মাঠে অভিযান চালানো হয়। সেখানে খোকন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ৪শ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। আটক খোকন মিয়া শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কাওছার আলীর ছেলে। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।