সুন্দরবনে জাটকাসহ ২৫ জেলে আটক

0

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের মালঞ্চ নদীতে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ২৫ জেলেকে আটক করেছে দোবেকি বন স্টেশন অফিসের সদস্যরা। গত শনিবার ভোরের দিকে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দোবেকি বন অফিসের সদস্যরা কর্মকর্তা দেওয়ান মিজানের নেতৃত্বে মালঞ্চ নদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করেন। এ সময়ে জেলেদের ব্যবহৃত ২টি ট্রলার ও দুই মণ জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির আরোও ৪ মণ মাছ জব্দ করা হয়। আটক জেলেরা হলেন, ভোলা জেলার চরবোরহান উদ্দীন উপজেলার জয়া গ্রামের জাকির হোসেন (৪৫), মো. হাফিজ (৪২), নূরনবী তালুকদার (২৪), মো. রিপন (২৫), আলম বহদ্দার (৫০), রিপন ফরাজি (২৮), মো. বশার মাতব্বর (৫০), অহিদ হাওলাদর (৫২), মনির হোসেন (৪২), ইব্রাহিম (২৫), মো. অলিউলাহ (২৮), মো. আলাউদ্দীন (২২), মো. আবুল কালাম মাতবর (৩৫), আব্বাস উদ্দীন (৩৩), মো. হাসান (২৫), মো. সুমন (২৫), আক্তার হোসেন (২৫), মো. ইউনুচ মাতবর (৫৫), মো. সজীব (২২), মো. মনির হাওলাদার (২০), মো. মনির হোসেন (৩২), মোশারফ মিস্ত্রি (২২), মো. নূর আলম (৩২), মো. সোহাগ (২২) এবং মো. আবুল কালাম (৫৫)। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম. এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, জেলেরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ধরাকালিন তাদেরকে আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।