বেনাপোল ইমিগ্রেশন পুলিশের তিন এসআই করোনা পজিটিভ

0

স্টাফ রিপোর্টার॥ বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত পুলিশের তিন এসআই (সাব ইন্সপেক্টর) কোভিড-১৯ বা করোনা পজিটিভ হয়েছেন। তারা ইমিগ্রেশন ডেস্ক অফিসারের দায়িত্ব পালন করতেন। শনিবার (১৩ জুন) শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তরা হলেন, বশির উদ্দিন মোড়ল, এসকে মনিরুল ও তরিকুল ইসলাম। তারা সবাই বেনাপোল পৌরসভার ছোট আচড়া গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়িটি লকডাউন করেছে প্রশাসন। ডা. ইউসুফ আলী জানান, দুই দিন আগে ওই তিন এসআই-এর করোনা সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেন। নমুনার রিপোর্টে তাদের তিন জনেরই করোনা পজিটিভ আসে। তাদের স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।