করোনা: বিশ্বে মৃতের সংখ্যা ৪,২৫,২৮২

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে। এ সংখ্যা এখন ৪ লাখ ২৫ হাজার ২৮২। এর মধ্যে ইউরোপেই মারা গেছেন এক লাখ ৮৬ হাজার ৮৪৩ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৬৩ হাাজার ৫৩৮। কিন্তু এই করোনা ভাইরাস এখন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে লাতিন আমেরিকার দেশগুলোতে। সেখানে মোট মারা গেছেন ৭৬ হাজার ৩৪৩ জন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৯৩৮ জন। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
শনিবার গ্রিনিচ মান সময় রাত একটা ৩০ মিনিটে এএফপির টালি বলছে, বিশে^ মৃতের সংখ্যা এখন ৪ লাখ ২৫ হাজার ২৮২। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে এ সংখ্যা এক লাখ ১৪ হাজার ৬৪৩। এরপরেই রয়েছে ব্রাজিলের অবস্থান। সেখানে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে ৪১ হাজার ৮২৮। ভয়াবহতার দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বৃটেন। সেখানে মৃতের সংখ্যা ৪১ হাজার ৪৮১। আর ইতালিতে ৩৪ হাজার ২২৩। ফ্রান্সে এ সংখ্যা ২৯ হাজার ৩৭৪।