কেশবপুরে সরকারি রাস্তা দখল: বিলের ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) ॥ কেশবপুরের সুফলাকাঠি ইউনিয়নের কায়েমখোলা গ্রাম বাসির বিল থেকে ফসল ঘরে তোলার এক মাত্র সরকারি রাস্তাটি জবর দখলে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগিরা প্রতিকার চেয়ে সহকারি কমিশনার(ভুমি) বরাবর আবেদন করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, কেশবপুর উপজেলার সুপলাকাটি ইউনিয়নের ১১৯ নম্বর কায়েম খোলা মৌজার সরকারি রাস্তা একই গ্রামের মৃত হরিপদ সরকারের ছেলে নির্মল সরকার ও শ্যামল সরকার দীর্ঘদিন ধরে জবর দখল করে আসছে। গ্রামবাসি রাস্তা ছেড়ে দিতে বললে তারা মারমুখি আচরণসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে বলে অভিযোগ। সহকারি কমিশনার (ভুমি)আবেদনের প্রেক্ষিতে সুফলাকাটি ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার কে বিষয়টি তদন্তের নির্দেশসহ রাস্তাটি অবৈধ দখল মুক্ত করার পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। সে মোতাবেক তহশীলদার আমজাদ হোসেন ৯ জুন মঙ্গলবার স্থানীয় আমিন আনোয়ার আলীকে দিয়ে রাস্তা উদ্ধারে মাপ জোপ করান এবং রাস্তাটি দখলমুক্ত করার জন্য অবৈধ দখলদার দের নির্দেশ দেন বলে অভিযোগ কারি পল্লী চিকিৎসক মিলন সরকার, সমর সরকার, অমর সরকার ,সুকুমার সরকার ও আশুতোষ সরকার সাংবাদিকদের জানান। এর পরও তারা রাস্তা দখলে রেখে বিভিন্ন রকম হুমকী দিয়ে চলেছে বলে অভিযোগ। এ ব্যাপারে সুফলাকাটি ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন এবং রাস্তাটি রেকডিয় রাস্তা বলে জানিয়েছেন। এলাকাবাসি অবিলম্বে রাস্তাটি অবৈধ দখল মুক্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।