চৌগাছায় আরো ১ জন করোনায় আক্রান্ত : স্বপনের পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ, বাড়ী লকডাউন ঘোষণা

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় নতুন করে অহিদুল ইসলাম (৫৫) নামে আরো এক জন করোনা পজেটিভ হয়েছেন। তিনি উপজেলার স্বরুপদহ ইউনিয়নের ছোট কাকুড়িয়া গ্রামের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নানাহার লাকি বলেন, ১১ জুন চৌগাছা মডেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে অহিদুল ইসলাম করোনা পজেটিভ হয়েছেন। শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা আক্রান্ত যশোর সদর হাসপাতালের স্টাফ স্বপন কুমারের পরিবারের ৫ সদস্যের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, শনিবার করোনা আক্রান্ত স্বপনের বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা পরীক্ষা করার জন্য পরিবারের ৫ সদস্যের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ২২ এপ্রিল চৌগাছা পৌর এলাকায় প্রথম এক নারী (৩৭) ও স্কুল ছাত্র (১৩) দুই জনের শরীরে করোনা
শনাক্ত করেন স্বাস্থ্য বিভাগ। পরে পর্যায় ক্রমে চিকিৎসক, সেবিকা, গৃহিনী, ট্রাক চালক, গার্মেন্টস কর্মীসহ মোট ১৬ জনের শরীরে করোনা পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নানাহার লাকির প্রচেষ্টায় ১৬ জনকেই করোনা মুক্ত সনদ ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। তবে চৌগাছা মডেল হাসপাতালের আর এমও ডা. নাহিদ সিরাজ করোনা-পরবর্তী জটিলতায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বিমানবাহিনীর এয়ারএ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়া এই তরুণ চিকিৎসকের অবস্থা এখনো শঙ্কামুক্ত না। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে।