‘বর্ণববৈষম্যের প্রতিবাদ না জানানো গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী’

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের প্রতিবাদ না জানানো গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শনিবার (১৩ জুন) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। রাশেদ খান মেনন বলেন, ‘মার্কিন বর্ণবাদী ব্যবস্থার ভিত অত্যন্ত গভীরে। বারবার আঘাতেও একে বিশেষ টলানো যায়নি। ষাটের দশকের আন্দোলনে সেগ্রেগেশন প্রথা বাতিল হলেও এখনো অনেক মানুষ ওই ঘৃণাকে মনে পুষে রেখেছে। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূল নীতিতে বর্ণবাদবিরোধিতার অঙ্গীকার রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য—বাংলাদেশ সরকার ও তার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সামান্যতম কোনো মন্তব্য করেনি।’ প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড কামরুল আহসান, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, সাদাকাত হোসেন খান প্রমুখ।