শুরু হচ্ছে তিশার ‘বোবা রহস্য’র শুটিং

0

লোকসমাজ ডেস্ক॥ কলকাতার ‘বোবা রহস্য’ নামের ছবিতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। অভিষেক বাগচি পরিচালিত ছবিটির শুটিং নানা কারণে অনেক দিন যাবত বন্ধ রয়েছে। অবশেষে এর শুটিং শুরু হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
ছবিতে নুসরাত ইমরোজ তিশা ছড়াও বাংলাদেশ থেকে আরো অভিনয় করছেন আমান রেজা। এ ছবির মাধ্যমে কলকাতার গুণী অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে ফের গোয়েন্দা চরিত্রে দেখা যাবে।‘বোবা রহস্য’ ছবিতে আরো রয়েছেন খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি ও অরিন্দম বসুসহ অনেকে।
‘বোবা রহস্য’র মূল ভূমিকায় থাকছেন তিশা। তাকে কেন্দ্র করেই ছবির গল্প এগোবে। গোয়েন্দা গল্প হলেও এটি ভৌতিক ছবি। ভারতে লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু হবে।