‘প্রাণীর চেয়েও বাজে আচরণের শিকার কোভিড রোগী’

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাস পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। এসব দেখে দিল্লির চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেছেন, করোভাইরাস রোগীদের সঙ্গে প্রাণীদের চেয়েও বাজে আচরণ করা হচ্ছে। সুপ্রিম কোর্ট এক বিবৃতি দিয়েছেন, ‘কোভিড-১৯ রোগীরা প্রাণীর চেয়েও বাজে আচরণের শিকার। একবার তো আবর্জনার মধ্যে মৃতদেহ পাওয়া গেলো। রোগীরা মারা যাচ্ছেন এবং তাদের কাছে যাওয়ার কেউ নেই।’ শহরে করোনা পরীক্ষার হার নেমে যাওয়ায় অরবিন্দ কেজরিওয়াল সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন সর্বোচ্চ আদালত, ‘কেন আপনার দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা ৭ হাজার থেকে ৫ হাজারে নামলো, যেখানে চেন্নাই ও মুম্বাই তাদের পরীক্ষা ১৬ হাজার থেকে ১৭ হাজার করেছে?’ মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পর ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিল্লি। এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৮৭ জন রোগী এই রাজ্যে এবং মারা গেছেন ১ হাজার ৮৫ জন। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বারবার এই মহামারি মোকাবিলায় শক্ত প্রস্তুতির কথা বললেও তা দেখা যাচ্ছে না।
আম আদমি পার্টি (এএপি) সরকারের পরিস্থিতি সামলানোর প্রক্রিয়ায় চটেছেন সুপ্রিম কোর্ট এবং তারা স্বাস্থ্যবিধি মানছেন না বলছেন শীর্ষ আদালত, ‘দিল্লির অবস্থা ভয়াবহ ও শোচনীয়। বেশ কিছু হাসপাতাল রোগীর দেখভাল করছে না ঠিকভাবে। মৃতদেহ নিয়েও শঙ্কিত অনেকে। এমনকি তাদের মৃত্যুর খবর পর্যন্ত আত্মীয়দের দেওয়া হচ্ছে না। শেষকৃত্যে পরিবার যোগ দিতে পারছে না।’ কদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, হাসপাতালের বেড খালি থাকলেও রোগীদের ভর্তি করাচ্ছে না বিভিন্ন হাসপাতাল। বিষয়টি চোখ এড়ায়নি সুপ্রিম কোর্টের, ‘অনেক বেড খালি থাকলেও ভর্তি হওয়ার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে রোগীদের। অথচ ওয়ার্ডের ভেতরে অধিকাংশ বেড খালি।’ ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন প্রায় সাড়ে ৮ হাজার।