যশোরে জালিয়াতিতে অভিযুক্ত আইনজীবী জনি বরখাস্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জালিয়াতির ঘটনায় বিচারকের হাতে ধরা পড়া অ্যাড. সৈয়দ কবীর হোসেন জনিকে সাময়িক বরখাস্ত করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সমিতির নির্বাহী কমিটির জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া একটি মামলার ৩ আসামিকে মুক্তির পর অবরুদ্ধ করে টাকা আদায়ের অভিযোগে তাকে শোকজও করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম ইদ্রিস আলী।
সমিতি সূত্রে জানা যায়, সৈয়দ কবীর হোসেন জনি একটি মামলার বাদী পক্ষের আইনজীবী হওয়া সত্বেও জালিয়াতি করে জামিনের জন্য আসামিদের পক্ষে কাজ করায় বিষয়টি ধরে ফেলেন আদালত। ফলে সংশ্লিষ্ট বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আইনজীবী সমিতিকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে সমিতির পক্ষ থেকে ৭ জুন তাকে শোকজ করা হয়। কিন্তু সৈয়দ কবীর হোসেন জনির কাছ থেকে এ সংক্রান্ত সন্তোষজনক কোন জবাব না পাওয়ায় বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির জরুরি সভা থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সূত্র আরও জানায়, এছাড়া একই মামলার আসামি পক্ষের অভিযোগের প্রেক্ষিতে সৈয়দ কবীর হোসেন জনিকে শোকজ করা হয়েছে। আসামিদের অভিযোগ ছিলো, তিনজনকে আত্মসমর্পণ করিয়ে জামিন করে দেওয়ার শর্তে ৭ হাজার টাকায় চুক্তি হয়েছিলো। কিন্তু সৈয়দ কবীর হোসেন জনি প্রতারণার আশ্রয় নিয়ে তাদের কাছে ৬০ হাজার টাকা দাবি করেন। এর মধ্যে তিনি ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।