নওয়াপাড়া পৌরসভার ৩ টি ওয়ার্ড ও একটি গ্রামকে লকডাউন ঘোষণা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে মহামারী করোনা ভাইরাসে ইতোমধ্যে ৪১জন রোগী শনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন নওয়াপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগদহ গ্রাম লক ডাউন ঘোষণা করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. নাজমুল হুসেইন খাঁন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা যায়। বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তিতে জানা যায়, নওয়াপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় আজ শুক্রবার ভোর ৬ টা থেকে আগামী ২৫ জুন পর্যন্ত এই তিনটি ওয়ার্ডে লক ডাউন ঘোষণা করা হয়েছে। অপরদিকে বুধবার উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগদহ গ্রামটিকে লকডাউন ঘোষণা করা হয়। গণবিজ্ঞপ্তিতে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী করোনা ভাইরাস রোধকল্পে জনগণের জন্য বেশ কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে।